বরিশালে বেড়েই চলছে ডেঙ্গু রোগী শনাক্তের হার

দেশ জনপদ ডেস্ক | ১৯:১২, সেপ্টেম্বর ১৯ ২০২১ মিনিট

এইচ এম সোহেল॥ ২০২১ এ পিরোজপুর জেলায় বরিশাল বিভাগের প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয়। ২৭ জুলাই ২০২১ থেকে আজ (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত যা প্রায় ২০০ জনে দাঁড়িয়েছে। এদের বেশির ভাগ আক্রান্ত হয়েছে চলতি মাসেই। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এদিকে শহরের অনেক বাসিন্দার অভিযোগ করছেন, এডিস মশা নিধন করার কোনো কার্যক্রম চোখে পড়ে না। মশা নিধন করার দায়িত্ব হচ্ছে সিটি করপোরেশনের। কিন্তু এডিস মশা নিধনে তারা সফল নয়। বরিশালে করোনা সংক্রমণের পাশাপাশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। মূলত বরিশাল শহরে ডেঙ্গুর প্রকোপ ব্যাপক হারে দেখা দিয়েছে। বর্তমানে অনেকেই ভাবছেন জ্বর মানেই কোভিড-১৯। আর তাই তারা ডেঙ্গু পরীক্ষা না করে বাসায় অপেক্ষা করছেন। কেউ কেউ কোভিড-১৯ নমুনা পরীক্ষা করালেও ডেঙ্গু পরীক্ষা করাচ্ছেন না। আবার অনেকে কোভিড-১৯ ভেবে চিকিৎসকের সঙ্গে পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন। এতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ঝুঁকি বেড়ে যাচ্ছে। দেরিতে পরীক্ষার ফলে ডেঙ্গু শনাক্ত হওয়ার পরপরই প্লাটিলেটের মাত্রা পাওয়া যাচ্ছে অনেক কম। এটা দ্রুত প্রতিরোধ করতে না পারলে এই সংখ্যা ক্রমেই বাড়বে। স্বাস্থ্য বিভাগ বলছে, সংখ্যার দিক থেকে এটা উদ্বেগজনক না হলেও শনাক্ত রোগীদের মধ্যে ২৬ জন ঢাকা বা অন্য কোথায়ও ভ্রমণ করেনি। বিষয়টি উদ্বেগের। এর ফলে বোঝা যাচ্ছে, তারা স্থানীয়ভাবেই আক্রান্ত হয়েছে এবং এটা দ্রুত প্রতিরোধ করতে না পারলে এই সংখ্যা ক্রমেই বাড়বে। ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছিল ১৪৩ জন। অন্যরা বাড়িতে চিকিৎসা নিয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া ১৪৩ জনের মধ্যে শুক্রবার পর্যন্ত ১১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাকি ২৭ জন চিকিৎসাধীন আছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৬১ জন। বিভাগীয় স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ও সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বরিশাল বিভাগে ২০১৯ সালের পরে এবার জুলাইতে কয়েকজন রোগী শনাক্ত হয় প্রথম। বৃহস্পতিবার আইইডিসিআর থেকে টিম এসেছে। তারা পটুয়াখালীতে কাজ শুরু করেছে। তাদের সঙ্গে আমাদের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের একটি দল আজ(১৯ সেপ্টেম্বর) ভোলায় যাবে। সেখান থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করা হবে। এর ফলাফল অনুযায়ী পরবর্তী করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।