বরিশালে বিদ্যানন্দের এক টাকায় আহার

দেশ জনপদ ডেস্ক | ২০:৫৮, সেপ্টেম্বর ১৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ দেশের শীর্ষস্থানীয় স্বেচ্ছাসবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক টাকায় আহার কার্যক্রম শুরু হয়েছে বরিশালে। দরিদ্র শিশুদের মাঝে জোড়া খাসির তেহেরী বিতরণের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে এ কার্যক্রম। আজ ১৮ই সেপ্টেম্বর বরিশালের কির্তনখোলা নদীর তীরে বঙ্গবন্ধু কলোনীতে ১৪০ জন শিশুর মাঝে এই খাবার বিতরণ হয়। ২০১৬ সাল থেকে বিদ্যানন্দের এক টাকায় আহার প্রজেক্টের পথচলা শুরু হয়। সারা দেশে প্রশংসিত এই কার্যক্রম বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর,নারায়নগঞ্জ জেলায় চলমান রয়েছে। গতমাস থেকে খুলনায় এক টাকায় আহার প্রজেক্ট চালু হয়েছে এবং আজকে থেকে বরিশালেও এক টাকায় আহার প্রজেক্ট চালু হয়েছে। করোনাকালীন সময়ে দুঃস্থমানুষের মাঝে প্রায় ৭ লক্ষ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে বেশ প্রশংসা কুড়িয়েছে।। এর মধ্যে বরিশাল ও পটুয়াখালিতে প্রায় ২৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের একই দিনে যাকাতের মাধ্যমে প্রায় শতাধিক পরিবারকে সাবলম্বী করতে গরু,ছাগল,ছোট দোকান, কাপড়ের ব্যবসা ও নগদ অর্থ দিয়েছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের কার্যনির্বাহি সদস্য জামাল উদ্দিন জানান, উপকূলীয় ও নদীভাঙ্গন একালায় ত্রান ও খাবার বিতরণ কার্যক্রমকে আরো বেগমান করতে ভূমিকা রাখবে বরিশালের এই কার্যক্রম। দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে তিনি বরিশালের স্বেচ্ছাসেবী ও দাতাদের সহযোগীতা কামনা করেছেন।