নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার তালতলীতে পায়রায় ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি বড় ইলিশ। মাছটি বাজারে ডাকের মাধ্যমে সাড়ে ৩ হাজার টাকায় ক্রয় করেছেন মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন। শনিবার সকালে ছোটবগী গ্রামের জেলে আকব্বর মাঝির জালে ধরা পরে এই মাছটি।
শনিবার সকালে স্থানীয় মাছ বাজারে মাছটি বিক্রির জন্য তোলা হলে এক নজরে দেখার জন্য লোকজন ভীর করে। আনোয়ার হোসেন মাছটির দাম হেকেছেন ৪ হাজার টাকা। ৩৬ শ’ টাকা উঠলেও মাছটি এখনো বিক্রি করেননি তিনি।
মাছ ব্যবসায়ী আনোয়ার বলেন, ‘আমার জানামতে, এর আগে এ মৌসুমে সর্বোচ্চ ১ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশ ধরা পড়েছিল।
আড়াই কেজি ওজনের ইলিশ বিগত দু-তিন বছরে আমি দেখিনি বা কিনতেও পারিনি। আজ সকাল সাড়ে নয়টার দিকে পায়রা নদীর এত বড় ওজনের ইলিশ দেখে আমি অবাক হয়ে যাই।
পায়রায় এত বড় ইলিশ দেখে যে কারও লোভ লাগার কথা। তাই দেরি না করে দ্রুত মাছটি কিনে বিভিন্ন যায়গায় যোগাযোগ করতে থাকি। মাছটি কেনার জন্য কয়েকজন ফোন দিয়েছে সঠিক মূল্য পেলেই মাছটি বিক্রি করব।
এ বিষয়ে তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মাহাবুবুল আলম,মুঠোফোনে বলেন, ‘এ মৌসুমে কয়েকটি বড় ইলিশ ধরা পড়েছে। তবে আড়াই কেজি ওজনের আড়াই কেজি ওজনের ইলিশ পাওয়া যায়নি বলে জানান। আজই প্রথম জানতে পারলাম পায়রা নদীতে আড়াই কেজি ওজনের ইলিশ ধরা পড়েছে।
তবে আমার ধারণা, এ মৌসুমে এ রকম বড় ইলিশ পায়রায় আরও পাওয়ার সম্ভাবনা রয়েছে। পায়রা নদীতে বড় বড় ইলিশ পাওয়া আমাদের জন্য অনেক সুখবর বটে। ৬৫ দিনের নিষেধাজ্ঞার সুফল হলো এই বড় ইলিশ।