কলাপাড়ায় যুবকের মৃতদেহ উদ্ধার

দেশ জনপদ ডেস্ক | ১৮:০৯, সেপ্টেম্বর ১৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নে লতিফপুর গ্রামে সুমন খাঁন (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬ টার সময় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার বাড়ী লতিফপুর গ্রামের মজিদ খানের ছেলে। সুমনের বাবা জানান, সুমন মদ পানসহ বিভিন্ন নেশায় আসক্ত ছিলো। তবে ঠিক কখন কি ভাবে তার ছেলের মৃত্যু হয়েছে তিনি বলতে পারছেন না। কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুর রহমান জানান, মৃত যুবকের মুখমন্ডলসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।