নগরীতে কিশোর গ্যাং-এর মূলহোতাসহ ৪ সদস্য আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

কামরুন নাহার | ০১:৪৪, মার্চ ০৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে কিশোর গ্যাং-এর মূলহোতাসহ ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-৮। গত শনিবার রাতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এ সময় কিশোর গ্যাং-এর আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে বেশকিছু দেশীয় অস্ত্র। আটককৃতদের বরিশাল কোতয়ালী মডেল থানায় থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল রবিবার গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বরিশাল মহানগরীতে বেশকিছুদিন যাবত সক্রিয় রয়েছে কিশোর গ্যাং-এর সদস্যরা। এরা মারপিট, ছিনতাই, ইভটিজিং, গ্যাং কালচারের মত বিভিন্ন অপরাধের সাথে জড়িত। সম্প্রতি চক্রটি নগরীর এক যুবককে পিটিয়ে আহত করে। এ ঘটনায় কোতায়ালী থানায় মামলা দায়ের করা হয়। এর পরপরই অভিযানে নামেন র‌্যাবের সদস্যরা। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতে এই চক্রের মূলহোতাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হল- সিঅ্যান্ডবি রোডের কাজীপাড়ার বাসিন্দা মৃত আঃ সালাম শরীফের ছেলে মোঃ হাফিজুর রহমান রুমি (২২), কাজী পাড়ার ১ম গলির বাসিন্দা হাবুল হাওলাদারের ছেলে মোঃ উজ্জল হাওলাদার (২১) ও মোঃ জসীম গাজীর ছেলে মোঃ হৃদয় গাজী (২০) এবং বিমানবন্দর এলাকার শেরেবাংলা সড়কের মোঃ ইদ্রিস সরদারের ছেলে মোঃ আরিফুর রহমান (২০)। এ সময় তাদের আস্তানায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ছুরি, লোহার পাইপ ও খেলনা পিস্তল। পরবর্তীতে আটককৃতদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম প্রতিনিধিকে জানায়, মারধরের ঘটনায় বরিশাল নগরীর জনৈক যুবক বাদী হয়ে শনিবার থানায় মামলা দায়ের করেছিলেন। সেই মামলার অভিযুক্ত চার আসামীকে আটক করা হয়েছে। তাদের আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোতয়ালী থানার এই কর্মকর্তা।