বরিশালে কাবাডি খেলোয়াড়দের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ
দেশ জনপদ ডেস্ক|১৮:৩৫, সেপ্টেম্বর ১৬ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
আজ ১৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত কাবাডি খেলোয়াড়দের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর পক্ষে সহকারী কমিশনার এনডিসি মোঃ নাজমূল হুদা।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে করোনায় ক্ষতিগ্রস্ত কাবাডি খেলোয়াড়দের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হয়।