লালমোহনে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে অটোরিকশার ধাক্কায় আব্দুল আহাদ (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহাদ ওই এলাকার পানাউল্যাহ বাড়ির মুদি ব্যবসায়ী মো. ইলিয়াছের ছেলে।
জানা যায়, সকালে হরিগঞ্জ বাজার থেকে বাসায় ফিরছিল আহাদ। এ সময় বাড়ির দরজায় এসে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগতির অটোরিকশা তাকে ধাক্কা দেয়।
রিকশার ধাক্কায় গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, দুর্ঘটনায় একজন শিশু নিহতের খবর পেয়েছি। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি।