ভিমরুলের কামড়ে প্রাণ গেলো ৮০ বছরের বৃদ্ধার
নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের নাজিরপুরে ভিমরুলের কামড়ে বকুল বালা মজুমদার (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে তার মৃত্যু হয়।
মারা যাওয়া বকুল বালা মজুমদার উপজেলার সদর ইউনিয়নের দীঘিরজান গ্রামের দাসের হাওলা এলাকার মৃত অনন্ত কুমার মজুমদারের স্ত্রী।
মেজো ছেলে স্বপন মজুমদার মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তাদের বাড়িতে একটি বাদাম গাছে ভিমরুলে বাসা বাঁধে। মঙ্গলবার বিকেলে ভিমরুলের বাসা থাকা ডালটি ভেঙে নিচে পড়ে যায়। বকুল বালা ওই ডাল সরাতে গেলে ভিমরুল কামড় দেয়। পরে তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে রাতে বাসায় নিয়ে আসা হয়। রাতেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান।