করোনায় বরিশালে নতুন আক্রান্ত ২৬ জন

দেশ জনপদ ডেস্ক | ২৩:০৪, সেপ্টেম্বর ১৪ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। একই সময়ে বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৬ জন। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৬৪ জন। গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে একজন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন বরিশাল জেলার। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭১ জনে। একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬৪৭ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৬৪ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪১ হাজার ৫৩৪ জন। আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৬ জন নিয়ে ১৮ হাজার ১১৮ জন, পটুয়াখালীতে নতুন ২ জন নিয়ে ৬ হাজার ১৫৭ জন, ভোলায় নতুন ১১ জনসহ ৬ হাজার ৭৪৭ জন, পিরোজপুরে নতুন ৩ জনসহ ৫ হাজার ২২৩ জন, বরগুনায় নতুন ৩ জনসহ ৩ হাজার ৮১৫ জন ও ঝালকাঠিতে নতুন ১ জন নিয়ে ৪ হাজার ৫৮৭ জন রয়েছেন। এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে একজনের ও করোনা ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯৫৩ জন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৪১৯ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯৫৩ জনের মধ্যে ৭ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি। ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৪ জন ও করোনা ওয়ার্ডে ২ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৪১ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ২২ জন করোনা ওয়ার্ডে ও ১৯ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। আরটি পিসিআর ল্যাবে ২১৫ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৩ দশমিক ৭২ শতাংশ পজিটিভ শনাক্তের হার।