অস্ত্র মামলায় চরামদ্দি ইউপি চেয়ারম্যান পুত্রের কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক ॥ র্যাবের হাতে অস্ত্রসহ আটক বাকেরগঞ্জের এক ইউপি চেয়ারম্যান পুত্রের ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুন্যালের বিচারক টি এম মূছা এ রায় দেন। দন্ডিত ফজলে রাব্বী বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের চেয়ারম্যান গাউসেল আলম খান লালের ছেলে। আদালত সুত্রে জানা গেছে, ২০১২ সালে ১১ ফেব্র“য়ারী নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে দেশীয় তৈরি পিস্তলসহ ফজলে রাব্বীকে আটক করে র্যাবের একটি দল। এ ঘটনায় ওই রাতে এয়ারপোর্ট থানায় মামলা করে র্যাব। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন একমাত্র আসামী রাব্বীকে অভিযুক্ত করে ওই বছরের ১০ মার্চ আদালতে চার্জশীট জমা দেয়।