বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন

দেশ জনপদ ডেস্ক | ২১:২১, সেপ্টেম্বর ১৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ নারী-শিশুসহ দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নাগরিক আন্দোলন গড়ার লক্ষ্যে বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন করা হয়েছে। সোমবার বেসরকারি উন্নয়ন সহযোগী সংগঠন জাগো নারীর পাঠশালা মিলনায়তনে আয়োজিত হোসনেয়ারা হাঁসির সভাপতিত্বে নাগরিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য অধিকার ফোরাম গঠনের উদ্দেশ্যে আলোচনা করেন বাংলাদেশ হেলথ ওয়াচ প্রতিনিধি শশাঙ্ক বরণ রায় ও মো. আবু তৈয়ব। আলোচনায় অংশগ্রহণ করেন আ. রব ফকির, মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, মনির হোসেন কামাল, সোহেলি পারভিন ছবি, অ্যাডভোকেট মনিরুজ্জামান, মালেক মিঠু, ডিউক ইবনে আমিন ও জাহাঙ্গীর মৃধা প্রমুখ। সভায় গণমাধ্যমকর্মী হাসানুর রহমান ঝন্টুকে সভাপতি এবং হোসনেয়ারা হাঁসিকে সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন করা হয়।