নগরীতে ডিবি’র অভিযানে ডাক্তারদের নয় দালাল আটক

কামরুন নাহার | ০১:৫০, মার্চ ০৮ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক: নগরীতে পৃথক দুটি অভিযান চালিয়ে রোগী ধরার দালাল চক্রের নয় সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার (০৭ মার্চ) বেলা সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. রেহান উদ্দিনের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়। এসময় নগরীর সদর রোডস্থ ডাক্তারপাড়া নামে পরিচিত বাটার গলি থেকে ৫ জন ও রূপাতলী বাস টার্মিনাল এলাকা থেকে আরও ৪ জন দালাল সদস্যকে আটক করেন তারা। গতকাল বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি) নরেশ চন্দ্র কর্মকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘দীর্ঘ দিন ধরেই বরিশাল নগর জুড়ে রোগী ধরার দালাল চক্রের সদস্যদের দৌড়াত্ম বেড়ে যায়। তাই নগরীতে দালাল বিরোধী অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ। এর পরিপ্রেক্ষিতে শনিবার বেলা সাড়ে ১২টায় এসআই রেহান উদ্দিনের নেতৃত্বাধীন টিম নগরীর সদর রোডস্থ বাটার গলিতে অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে রূপাতলী কাঠালতলা এলাকার বাসিন্দা মো. মনির সরদার (৪৮), রূপাতলী এলাকার বাসিন্দা আব্দুর রশিদ খান (৪৫) ও মো. আজাহার মোল্লা (৬০), উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমান (৫০) ও বাকেরগঞ্জ উপজেলার হানুয়া গ্রামের বাসিন্দা জামাল নেগাবান (৪৫) কে আটক করে।