বসন্তের মধ্যপ্রহরে বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে বরিশালে শুরু হয় গুঁড়ি বৃষ্টি। যা এখনও অব্যাহত রয়েছে। একটু পর এ বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বেড়ে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পর বৃষ্টি বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ সাইফুল ইসলামস।
তবে পরবর্তী ৪৮ ঘণ্টার (দুই দিন) শেষের দিকে সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস।
এর আগে শুক্রবার আবহাওয়া অফিস জানিয়েছে, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
এতে বলা হয়, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়; রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।