নিষিদ্ধ চায়না জাল বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা

দেশ জনপদ ডেস্ক | ১৭:২৬, সেপ্টেম্বর ১২ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  আমতলী উপজেলার সদর ইউনিয়নের খুরিয়ার খেয়াঘাট বাজার এলাকায় সরকার নিষিদ্ধ চায়না জাল বিক্রি করার অপরাধে এক দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদারের নেতৃত্বে আমতলী থানা পুলিশ খুরিয়ার খেয়াঘাট বাজারের মোতাহার বয়াতির দোকানে অভিযান পরিচালনা করে। এসময় তার দোকান থেকে সরকার নিষিদ্ধ ৫শ’ মিটার চায়না জাল জব্দ করে। জালসহ মোতার বয়াতিকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. কাওছার হোসেন ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ২ মাসেন বিনাশ্রম কাদন্ডের আদেশ প্রদান করেন। পরে জব্দকরা জাল পুরিয়ে ফেলা হয়। আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সরকার নিষিদ্ধ জাল বিক্রি করার খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। তিনি আরো বলেন, এধরনের অভিযান আরো পরিচালনা করা হবে।