বন্যপ্রাণী-সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক সভা

কামরুন নাহার | ১৭:৪৪, সেপ্টেম্বর ১১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বন্যপ্রাণী ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার করেছে পটুয়াখালী কুয়াকাটা পৌর পরিষদ, গণমাধ্যম কর্মী, ট্যুরিস্ট পুলিশ, প্রশাসন, বনবিভাগ, জেলে ও পর্যটন সংশ্লিষ্টরা। পটুয়াখালীর কুয়াকাটায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অবিহিতকরণসহ সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক সভায় সবাই একযোগে এ অঙ্গিকার করেন। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে কুয়াকাটা পৌরসভার হল রুমে বন অধিদপ্তরের বণ্যপ্রানী অপরাধ দমন ইউনিটের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাচনাইন পারভেজ, কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদ দেওয়ান, সহকারী বন সংরক্ষক তরিকুল ইসলাম, বণ্যপ্রানী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মো. বায়েজিদ বোস্তামীসহ অন্যান্যরা। সভায় সামুদ্রিক জীববৈচিত্র্য ডলফিন, তিমি, কচ্ছপ, কুমির ও শুশকসহ সব প্রাণী রক্ষা, সুরক্ষা এবং স্বাভাবিক জীবনের জন্য করণীয় ও বর্জনীয় এবং বন্যপ্রাণী অপরাধের শাস্তি নিয়ে আলোচনা করা হয়।