করোনা সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় বন্ধ করে দেয়া হবে: শিক্ষামন্ত্রী

দেশ জনপদ ডেস্ক | ১৬:৫৮, সেপ্টেম্বর ১১ ২০২১ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গত বছরের মার্চ মাস থেকে করোনা সংক্রমণের কারণে পাঠদান বন্ধ ছিল, কিন্তু শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ ছিল না। অনলাইন, টেলিভিশন এবং অ্যাসাইমেন্টের মাধ্যমে লেখাপড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। আগামীকাল থেকে সারাদেশে মুখোমুখি শ্রেণি কক্ষে পাঠদান শুরু করা হচ্ছে। সেখানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদান করা হবে, যাতে করে সংক্রমণ না বাড়ে, সে বিষয়টি মাথায় রেখেই ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, আশা করছি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সংক্রমণ বাড়বে না। যদি কোন কারণে দেখা যায় সংক্রমণ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে, তাহলে প্রথমে সংক্রমণ রোধে ব্যবস্থা নিবো। যদি তারপরও সংক্রমণ বেড়ে যায় তাহলে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। বিশ্বের অনেক দেশই শিক্ষা প্রতিষ্ঠান খুলে সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার তা বন্ধ করে দিয়েছে। আমরাও শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিবো। আজ শনিবার জামালপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার নীতিমালা করা হয়েছে এবং সেটি স্থানীয় ও কেন্দ্রীয়ভাবে মনিটরিং করার ব্যবস্থা করা হয়েছে। যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান সেটি না মানে, অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। কারণ কোনভাবেই শিক্ষার্থীদের স্বাস্থ্যর বিষয়টি আমরা অবহেলা করতে পারি না। তিনি আরও বলেন, দেশে অনেক শিক্ষার্থী ঝড়ে পড়েছে এমন কথা অনেকেই বলছে। কিন্তু আমরা যখন অ্যাসাইনমেন্ট দিয়েছি, তখন দেখেছি, শতকরা ৯৩ শতাংশ শিক্ষার্থী অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করেছে। সেক্ষেত্রে যেভাবে আশঙ্কা করা হচ্ছে শিক্ষার্থী ঝড়ে পড়েছে, সেটি আসলে সত্য নয়। এখন যখন সবাই শ্রেণি কক্ষে ফিরে আসতে শুরু করবে এবং যারা আসবে না তাদের আমরা পারিবারিকভাবে খোঁজ নিয়ে নিশ্চিত করা হবে কেন তারা আসছে না। তারপরই কিন্তু আমরা জানতে পারবো আসলেই শিক্ষার্থী ঝড়ে পড়েছে কিনা বা কতটুকু শিক্ষার্থী ঝড়ে পড়েছে নিশ্চিত হতে পারবো।