ঝালকাঠিতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দেশ জনপদ ডেস্ক | ১৬:৩৬, সেপ্টেম্বর ১১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  ঝালকাঠির রাজাপুরে সাড়ে ৩ কেজি গাঁজাসহ মো. মাসুম জোমাদ্দার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার বাগড়ি ইউশা ফিলিং সোটশনের সামনে জেবি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার কালে ঝালকাঠি আদালতে সোপর্দ করা হয়। মাসুম উপজেলার কানুদাসকাঠি এলাকার মৃত ইয়াকুব আলী জমাদ্দরের ছেলে। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে আসা পাথরঘাটাগামী জেবি পরিবহনে গাঁজা নিয়ে মাদক ব্যবসায়ী মাসুম ফেনি থেকে বাসটিতে ওঠেন। বিষয়টি পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে অভিযান চালায় এবং ২টি পলিথিন ব্যাগ ভরা সাড়ে ৩ কেজি গাঁজাসহ তাঁকে আটক করতে সক্ষম হয় পুলিশ। মাসুম অনেক দিন ধরেই এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রাতেই পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং আজ সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।