বাবুগঞ্জের ইউপি সদস্য বশির বেপরোয়া

দেশ জনপদ ডেস্ক | ২২:৫০, সেপ্টেম্বর ০৯ ২০২১ মিনিট

বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য বশির সিকদার বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনের পর থেকেই তিনি তার এলাকায় আধিপত্য বিস্তারে বেপরোয়া ভূমিকায় রয়েছেন। ইতিমধ্যেই তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী কর্মী ও সমর্থকদের মারধরসহ হুমকি প্রদান করেছেন বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় ৩১ আগস্ট রাতে ইউনিয়নের হিজলার পোল বাজারে ভিন্ন মতাদর্শের পান বিক্রেতা সিরাজুল ইসলাম কবিরাজ (৭০)-কে উচ্ছেদ করতে লোকজন দিয়ে মারধর করায়। মারধরের ঘটনায় নিজেই অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এসময় অন্যায়ের প্রতিবাদ করায় সাবেক ইউপি সদস্য ফিরোজ মোল্লা ও জহিরুল হক তোতা বেপারিসহ কয়েকজন হামলার শিকার হয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তোতা বেপারি ও পান বিক্রেতা সিরাজুল ইসলাম কবিরাজ। বশির সিকদার স্থানীয় ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের মাধ্যমে সিরাজ কবিরাজকে অভিযোগ উঠিয়ে নিতে চাপ সৃষ্টি করে আসছে বলে অভিযোগে উঠে এসেছে। ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ কোন সুরাহা করতে পারেনি। অভিযোগে আসামি করা হয়েছে সুজন সিকদার (২৫), বশির সিকদার (৩৬), রাতুল সিকদার (২১), খোকন সিকদার ( ৩৮), রিয়াজ সিকদার (৩৫), শাহীন ওরফে দাও শাহীন (৩২), জলিল সিকদার (৩০), আনিচ সিকদার (৩৭), রুমন সিকদার সহ কয়েকজন। এরা সবাই সরাসরি হামলায় অংশগ্রহণ করে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই সালাম বলেন, বিষয়টি সমাধান করার চেষ্টা করছি। সমাধানে ব্যর্থ হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।