নগরীর রসুলপুরে স্বামী-স্ত্রীর জমজমাট মাদক বাণিজ্য

দেশ জনপদ ডেস্ক | ১৯:১২, সেপ্টেম্বর ০৯ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক :: একাধিকবার মাদকসহ আটক হলেও থেমে থাকেনা তাদের মাদক বাণিজ্য। বরিশাল নগরীর রসুলপুর এলাকায় খুকু আক্তার (৩৫) ও তার স্বামী নাসির (৪২) দম্পতির চলছে জমজমাট মাদক বাণিজ্য। নাসির দীর্ঘদিন যাবত রসুলপুর ও আশেপাশে এলাকায় ইয়াবা ও গাঁজার বাণিজ্য চালিয়ে আসছে হরহামেশাই। তার সহযোগী হিসেবে রয়েছেন নাসিরের ভাই জসিম (৩৫) বোন সোহাগি আক্তার (২২) একই এলাকার মন্টুর ছেলে দিপু(২৪) ও কমলা বেগম। যদিও কমলা বেগম কিছুদিন আগে মাদকসহ আটক হয়ে বর্তমানে কারাগারে আছেন। এই নাসির গংদের মাদক বাণিজ্যের কারনে নষ্ট হচ্ছে যুবসমাজ অতিষ্ঠ এলাকাবাসী। নাসিরসহ সকলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকলেও বন্ধ হয়না তাদের বাণিজ্য। স্থানীয়রা জানান, নাসির মোবাইল ফোনের মাধ্যমে মাদকের বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছেন। রসুলপুর, লঞ্চঘাট,পলাশপুর, মোহাম্মদপুরসহ নাসিরের রয়েছে একাধিক আস্থানা। খুচরো ও পাইকারি মাদক সাপ্লাইয়ের জন্য রয়েছে নাসিরের একাধিক বাহীনি। এই দম্পতির মাদক বাণিজ্য চালাতে কেউ নিষেধ করলে অথবা বাধা দিলে তাকে উল্টো হামলা মামলার শিকার হতে হয় বলেও জানান তারা। নাসির গংদের মাদক বাণিজ্য বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহীনির হস্তক্ষেপ কামনা করছেন রসুলপুরবাসী।