কলাপাড়ায় অপহরণের চার দিন পরে দশম শ্রেণির ছাত্রী উদ্ধার

দেশ জনপদ ডেস্ক | ১৯:১২, সেপ্টেম্বর ০৯ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  কলাপাড়ায় অপহরণের চার দিন পরে বুধবার মধ্যরাতে লোন্দা সড়ক থেকে দশম শ্রেণির ছাত্রীকে (১৬) পুলিশ উদ্ধার করেছে। উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর লোন্দা গ্রামের ওই ছাত্রী টিউবওয়েল থেকে পানি নেয়ার জন্য ৫ সেপ্টেম্বর সকালে পড়শি শাহ আলম হাওলাদারের বাড়িতে যায়। এ সময় তাঁর ছেলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ইসলাম হাওলাদার (২৫) ওই ছাত্রীকে অপহরণ করে নেয়। এরপর থেকে তারা আত্মগোপনে ছিলো। এ ঘটনায় বুধবার রাতে কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে পটুয়াখালী প্রেরন করা হয়েছে।