নিজস্ব প্রতিবেদক ॥ চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নে পানিতে ডুবে ফুহাদ নামের ৫ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে চরমানিকা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দৌলতপুর গ্রামে এই মৃত্যু ঘটনাটি ঘটে।
খেলাদুলার একপর্যায়ে সে বাড়িতে থাকা বোতল দিয়ে পানি আনার জন্য যায়, পুকুর থেকে পানি উঠাতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যায়।
সিদ্দিক ব্যাপারির নাতি শাহাদাত(৫) ডাক চিৎকার করতে থাকলে ওই বাড়ির কয়েকজন পানিত অনেক খোঁজাখুঁজির পর সকাল সাড়ে ৯ টার দিকে পুকুরে পানিতে ডুবা অবস্থায় তাকে দেখতে পেয়ে পানি থেকে তাকে উদ্ধার করে স্থানীয় চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন।দক্ষিণ আইচা থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সততা নিশ্চিত করেন।