পটুয়াখালীতে পুলিশের অভিযানে হেরোইনসহ যুবক আটক

দেশ জনপদ ডেস্ক | ১৯:০৪, সেপ্টেম্বর ০৯ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে ১০ পুরিয়া হেরোইনসহ বাচ্চু গাজী (২০) নামের একজনকে আটক করেছে পুলিশ।বুধবার রাতে টাউন বহালগাছিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বাচ্চু সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী এলাকার আনোয়ার গাজীর ছেলে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বাচ্চু নামের একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বাচ্চুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।