বাবুগঞ্জে ৩৩৩ ফোন করা পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৯, সেপ্টেম্বর ০৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥করোনা পরিস্থিতিতে সরকারি তথ্য ও সেবা ৩৩৩ এ ফোন করা দুই শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা অডিটরিয়ামে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল করিম হাওলাদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার মোঃ নাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মনোয়ারুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক সমির চন্দ্র হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন প্রমূখ। জানা যায়, যে সমস্ত দুস্থ, অসহায়, অস্বচ্ছল, কর্মহীন ও বয়স্ক ব্যক্তিরা সেবা নম্বর (৩৩৩) সরকারি অনুদান চেয়ে ফোন দিয়েছিল। উপজেলা প্রশাসন তাদের একটি খসরা তালিকা তৈরী করে এই উপহার বিতরন করেন।