কর্মকর্তাদের দায়িত্বহীনতায় শিশুর পলায়ন

কামরুন নাহার | ০০:০৭, মার্চ ০৫ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর রুপাতলী এলাকার শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্র বালিকা শাখা থেকে মিম (৯) বছরের এক শিশু পালিয়ে যাবার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার আনুমানিক সন্ব্যার পর ওই কেন্দ্রের ৪ নং কক্ষ থেকে পালানোর এ ঘটনা ঘটে।তবে কিভাবে পালিয়ে গেছে শিশুটি সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। সূত্রানুযায়ি জানা যায়, গত ২ থেকে আড়াই বছর পূর্বে পিরোজপুরের একটি আদালত থেকে রুপাতলী এলাকার শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্র বালিকা শাখায় মিম নামের শিশুটিকে পাঠানো হয়। পরবর্তিতে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু পুনরায় মিমকে তার পরিবার ওই কেন্দ্রে রাখেন বলে জানিয়েছে সূত্রটি। সব শেষ গতকাল পলায়ন করেছে শিশু মিম। দায়িত্বরত কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারনে ঐ শিশুটি পালিয়েছে। কারন এর আগেও একই কেন্দ্রের বালক শাখা নির্যাতনের ভয়ে জিসান নামের এক শিশু পালিয়ে গেছে , তাকে আজ পর্যন্ত খুজেঁ বের করতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে অভিযোগের বিষয় মুঠোফোনে শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের প্রকল্প উপপরিচালক বাসুদেব দেবনাথের কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ত দেখিয়ে ফোনটি কেটে দেন। এ ব্যপারে বরিশাল জেলা সমাজ সেবা কার্যালয় উপ পরিচালক মোঃ আল মামুন তালুকদারের কাছে জানতে চাইলে জেলা প্রশাসনের কক্ষে এক সভায় ব্যস্ত বলে ফোনের লাইনটি কেটে দেন।