নলছিটিতে বিষধর সাপের কামড়ে মুদি দোকানির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে মাছের ঘেরের রাস্তায় হাঁটার সময় বিষধর সাপের ছোবলে মো.নূর আলম হাওলাদার (৫৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।
রোববার রাত ২টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে রাত সাড়ে ৮টার দিকে তাকে সাপে কামড় দেয়।
নিহত নূর আলম হাওলাদার নলছিটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের (নাঙ্গুলি গ্রাম) মৃত মেনাজ উদ্দিন হাওলাদারে ছেলে। স্থানীয় আখড়পাড়া বাজারে তার মুদি দোকান রয়েছে।
নিহত নূর আলম হাওলাদারের মামা সাইদুল ইসলাম জানান, রাতে মাছের ঘেরের রাস্তা দিয়ে হাঁটার সময় বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। বিষক্রিয়া শুরু হলে গ্রাম্য ওঝা দিয়ে ঝাড়ফুঁক করানো হয়।
ঝাড়ফুঁকের ভেতর তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।