রিপোর্ট দেশ জনপদ ॥ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শতাধিক পাখি হত্যা, গাছকাটার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশে বক্তারা বলেছেন, ‘রামেক হাসপাতালের গাছ কেটে শত শত পাখি হত্যা করা হয়েছে। আমরা বিশ্বাস করি কখনও উন্নয়নের নামে জীব বৈচিত্র্য ধ্বংস করা যায় না।
এ ঘটনার দায় পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা কখনো দায় এড়াতে পারে না। পাখি ও গাছ নিধন জীব-বৈচিত্র্যের ওপর একটি বড় ধরনের অশনিসংকেত। এমন ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’
আজ সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর জিরোপয়েন্ট এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্যে তারা এসব কথা বলেন।
‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহীর সাধারণ সম্পাদক জামাত খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান, জীব বৈচিত্র্য সংরক্ষণ রাজশাহীর আহ্বায়ক মাহফুজুর রহমান রাজ, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক হোসেন আলী পিয়ারা প্রমুখ।
প্রসঙ্গত, গত শনিবার হাসপাতালের সামনের দুটি অর্জুন গাছ কেটে ফেলায় ওই গাছে থাকা শতাধিক শামুকখোল পাখির বাচ্চা মারা যায়। মূলত রামেক হাসপাতালের সামনের গাছগুলোতে কয়েক বছর ধরেই আবাস গড়ে তুলেছিল হাজারো শামুকখোল পাখি।