নগরীর শরিফ বাড়ির কলোনিত ভয়াবহ অগ্নিকান্ড

কামরুন নাহার | ২১:৫৪, মার্চ ০২ ২০২০ মিনিট

বরিশাল নগরীর বটতলা এলাকায় শরিফ বাড়ির কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে প্রায় ২০টির মতো কাঠের ছোট ঘর। তবে এই অগ্নিকান্ডে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।সোমবার দুপুর আড়াইটার দিকে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস এবং পুলিশ সূত্র জানায়, ওই বাড়ির ছোট একটি কাঠের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আবার কেউ বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে সু-নির্দিস্ট তথ্য জানাতে পারেননি কে কাঠের ঘর হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী ঘরগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এর মধ্যে একেএকে ওই বাড়িতে থাকা ঘরগুলোর মধ্যে ১৫টির মতো ঘর পুড়ে যায়। শরীফ বাড়ির বাসিন্দারা নিন্মবিত্ত শ্রেনীর। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে ভাড়াটিয়ারা বসবাস করতেন। এদিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, নির্দেশনা মোতাবেক মহানগরীর ৭টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। প্রায় অর্ধ ঘন্টার মধ্যে তারা আগুন নিয়ন্ত্রন করেন। অপরদিকে কোতয়ালী ম‌ডেল থানা পুলিশের এ‌সি মো: রা‌সেল জানায়, ঘটনাস্থলের আইন শৃঙ্খলা রক্ষায় তারা কাজ করেন। হতাহতের কোন ঘটনা ঘটেনি।