সুপার জেনারেল কোম্পানীর বিপুল পরিমান টাকা ও গাড়ি আত্মসাৎ করে বরিশাল অফিসের বেল্লাল মীর লাপাত্তা

দেশ জনপদ ডেস্ক | ২২:৫৩, সেপ্টেম্বর ০৩ ২০২১ মিনিট

সুপার জেনারেল কোম্পানীর বিপুল পরিমান টাকা ও গাড়ি আত্মসাৎ করে বরিশাল অফিসের বেল্লাল মীর লাপাত্তা নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশের অন্যতম ইলেক্ট্রনিক্স পন্য বিক্রয় কোম্পানী সুপার জেনারেল এর বরিশাল অফিসের বিক্রয় প্রতিনিধি মোঃ বেল্লাল মীর কোম্পানীর গাড়ি (মটর সাইকেল) মালামাল ও মার্কেটের বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে। কোম্পানি কর্তৃপক্ষ বার বার টাকা ও গাড়ি ফেরৎ দেয়ার জন্য তাগিত দিলেও তা ফেরৎ না দিয়ে বর্তমানে গা ঢাকা দিয়েছেন বেল্লাল। গতকাল বরিশাল অফিসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চত করেছেন। খোজ নিয়ে জানযায়, সুপার জেনারেল কোম্পানীর পন্য এসি, ইনডেকসন চুলা, প্রেসার কুকার, ওভেন, রাইজ কুকার, গ্যাসের চুলাসহ বিভিন্ন আইটেমের পন্য বাজারে বিক্রয়ের জন্য বরিশালে নতুন বাজার এলাকায় একটি জোনাল অফিস রয়েছে। ঐ অফিসে বিক্রয় প্রতিনিধি হিসেবে দির্ঘ্য দিন কাজ করে আসছেন বরিশাল সদর উপজেলার মতাষারের গাজীর হাট এলাকার বসিন্দা আব্দুল সোবাহান মীরের ছেলে বেল্লাল মীর।   গত এক মাস ধরে বরিশালের মার্কেটে পন্য বিক্রির টাকা উত্তলন করে অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করে বেল্লাল মীর। বিষয়টি অফিসের কর্মকর্তরা জানতে পেরে দ্রুত টাকা জমা দেয়ার জন্য বেল্লাল মীরকে তাগিত দেয়া হয়। কিন্তু বেল্লাল টাকা দেই দিচ্ছি বলে ঘুরাইতে থাকে এক পর্যায় সে তার মোবাইল ফোন বন্ধ করে দেয়। এর পরে বেল্লালের সাথে বরিশাল অফিস থেকে একাধীক বার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্র্থ হয়ে বিষয়টি কোম্পানীর চেয়ারম্যান কামরুজ্জামান অবগত করেন বরিশাল অফিসের কর্মকর্তা। জানযায়, বিপুল পরিমান অর্থ ও কোম্পানির মটর সাইকেল আত্মসাৎ করে বেল্লাল মীর। বরিশাল অফিস কর্মকর্তারা জানিয়েছেন, সুপার জেনারেল কোম্পানীর বরিশাল অফিসের আওতাধীন সকল ব্যবসায়ী পন্য ক্রেতা-বিক্রেতাসহ সকল সুভাকাঙ্খীদের কেউ যেন কোনরকম লেনদেন বা পন্য ক্রয়-বিক্রয় এর বিষয়ে বিক্রয় প্রতিনিধি বেল্লাল মীরের সাথে যোগাযোগ না করেন। কেউ তার কাছে টাকা পয়সা দিলে কোম্পানি কতৃপক্ষ দায় নেবে না। এ ছাড়াও তারা বলেন, অর্থ আত্মসাৎ ও প্রতারনার অভিযোগে বেল্লাল মীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে। এ বিষয়ে সুপার জেনারেল কোম্পানীর চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, বরিশাল অফিসের বিক্রয় প্রতিনিধি বেল্লাল মীর কোম্পানীর টাকা পয়সা ও মটর সাইকেল আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন এবং বেল্লাল মীরের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি। একই সাথে বেল্লাল মীরের সাথে সকল ধরনের লেনদেন বা পন্য ক্রয়-বিক্রয়ের বিষয়ে যোগাযোগ না করতে অনুরোধ করেছেন। কারো প্রয়োজন হলে কোম্পানীর জেনারেল ম্যানেজার এর মোবাইল নাম্বার -০১৯২০-১১৩ ৬৩৯ এ যোগাযোগ করার জন্য কোম্পানী সংশ্লিষ্ট ক্রেতা-বিক্রেতাগনকে অনুরোধ জানিয়েছেন।