বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি স্মরণিকার মোড়ক উন্মোচন

দেশ জনপদ ডেস্ক | ১৮:০৮, সেপ্টেম্বর ০২ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি-২০২০ এর স্মরণিকা মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন অনুষ্ঠানিকভাবে এই স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, সহসভাপতি ড. আবদুল্লাহ আল মাসুদ, সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন চন্দ্র পাল, কোষাধ্যক্ষ রিফাত মাহমুদ, সদস্য সানবিন ইসলাম, রিফাত ফেরদৌস, সোহেল রানা, সাজেদুল ইসলাম, জ্যোতির্ময় বিশ্বাস, সঞ্জয় কুমার সরকার, সাদেকুল রহমান, শাওন মিত্রসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।