পটুয়াখালীতে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

দেশ জনপদ ডেস্ক | ১৯:৫২, সেপ্টেম্বর ০১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর দুমকিতে অধিক মূল্য ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারে জাতীয় ভোক্তা অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে মেসার্স মৃধা ইলেক্ট্রনিক্সকে ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় ২০ হাজার টাকা, সিয়াম ফার্মেসী ও মাতৃছায়া ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখার দায়ে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পটুয়াখালীর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া। এসময় স্যানিটারি ইন্সপেক্টর রবিন্দ্র চন্দ্র মালাকার সহ র‌্যাব-৮ ও থানা পুলিশের পৃথক দু’টি টিম অভিযানে অংশ নেয়।