বরিশালে মৎস্যজীবীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ॥ মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরন করা মৎস্যজীবী সরজিত রায়ের (৪০) লাশ বুধবার সকালে উদ্ধারের পর মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ।
ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার সোমাইরপাড় গ্রামের।থানার ওসি গোলাম ছরোয়ার জানান, ওই গ্রামের লাল মোহন রায়ের পুত্র মৎস্যজীবী সরজিত রায় বুধবার ভোরে মাছ শিকার করতে যায়। প্রতিবেশী জাকির হোসেন সরজিতকে মাঠের জলাভ‚মিতে পরে থাকতে দেখে তার বাড়ির লোকজনকে খবর দেয়।
পরে বাড়ির লোকজনে সরজিতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সরজিত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারনা করছেন পুলিশ।