বরিশালে ডেঙ্গু আক্রান্ত স্কুল ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় গ্রামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র অভিষেক পান্ডের (১৪) পিতা স্বদেশ পান্ডে জানান, গত একসপ্তাহ পূর্বে তার পুত্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিষেক মারা যায়।