পটুয়াখালীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের দৌরাত্ন্য, সেবা পাচ্ছে না রোগীরা

দেশ জনপদ ডেস্ক | ১৮:৪৭, সেপ্টেম্বর ০১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের কারনে রোগীরা কাঙ্খিত সেবা পাচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এর পমেকহা/পটুয়া/২০২১/১৫৪৩ নং স্মারকে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ আবদুল মতিন পটুয়াখালী জেলা প্রশাসক কামাল হোসেন বরাবর লিখিত বক্তব্যের মাধ্যমে এ অভিযোগ পত্র প্রদান করেছেন। তবে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন জেলা শাখার সভাপতি রকিবুল হাসান জানান, হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ভিজিটের জন্য সপ্তাহে দুইদিন নির্ধারণ করে দেয়া হয়েছে। সে অনুযায়ী প্রতি রবি ও বুধবার দুপুর একটার পর তারা ভিজিট করেন। এর বাইরে ঔষধ কোম্পানির কোন প্রতিনিধি হাসপাতাল ভিজিট করেন না। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ আবদুল মতিন অভিয়োগের ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা ডাক্তারের চেম্বারে গিয়ে ভিড় করে। ফলে চিকিৎসা সেবা প্রদানে সমস্যা হয়। এছাড়াও দালাল এবং ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের কারনে রোগীরা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন। রোগীরা হাসপাতালের কাঙ্খিত সেবা না পাওয়ায় হাসপাতালের তত্ত্বাবধায়কের সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে তিনি দাবী করেন। এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¦বধায়কের চিঠি পেয়েছি। আমরা খুব দ্রুত ব্যবস্থা গ্রহন করব।