নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর মাদক সম্রাটের বাসা থেকে ১৮০ পিচ ইয়াবা উদ্ধার করেছে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার চৌকোস উপ-পুলিশ পরির্দশক(এস আই) মেহেদী হাসানের নেতৃত্বে বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ডস্থ ভিআইপি গেট সংলগ্ন মাদক ব্যবসায়ী মোঃ সোহেল আলী শেখ (২৮), পিতা-হায়দার আলী শেখ এর ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল পালিয়ে যায়। এসময় বাসার মালিক রানা এবং স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে সোহেলে ঘর তল্লাশী করে ১৮০ পিচ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। এ সংক্রান্তে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।