বরিশালের নাজিরপুরে ইয়াবাসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পশ্চিম ছোট বুইচাকাঠী এলাকা থেকে ৩০৯ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব-৮। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই অভিযান চালায় তারা।
আজ বুধবার র্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ছোট বুইচাকাঠী এলাকায় অভিযান চালিয়ে নয়ন চৌধুরী (২৩) নামে এক যুবককে আটক করে র্যাব সদস্যরা। এ সময় তার দেহ তল্লাশি করে ৩০৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক নয়ন ওই গ্রামের মৃত জাহাঙ্গীর চৌধুরীর ছেলে।
এ ঘটনায় র্যাবের ডিএডি মো. নুর ইসলাম বাদী হয়ে নয়ন চৌধুরীর বিরুদ্ধে ওই দিনই নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।