মমতার জন্য বিমান ভাড়া, মাসে খরচ ২ কোটিরও বেশি

দেশ জনপদ ডেস্ক | ২০:২৩, আগস্ট ৩১ ২০২১ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও রাজ্যের ভিআইপিদের জন্য ১০ আসনের বিমান ভাড়া করছে রাজ্য সরকার। এতে মাসে খরচ হবে অন্তত দুই কোটি ২৫ লাখ টাকা। এই বিমানটি ফ্রান্সের জেসল্ট কোম্পানির। দুইটি ইঞ্জিন আছে বিমানে। দুই তিন দিনের মধ্যে বিমানটি রাজ্যে এসে যাবে। দিল্লির একটি সংস্থার কাছ থেকে তিন বছরের চুক্তিতে বিমানটি ভাড়া নেয়া হবে। মাসে ৪৫ ঘণ্টার উড্ডনের ভাড়া সংস্থাকে দিতে হবে। সেই ভাড়ার পরিমাণ হবে দুই কোটি ২৫ লাখ টাকার মতো। তার বেশি বিমানটি উড়লে ঘণ্টায় পাঁচ লাখ টাকা করে দিতে হবে। তাছাড়া দুই জন পাইলট, একজন বিমানসেবক ও একজন ইঞ্জিনিয়ার থাকবেন। তাদের খরচ অবশ্য সংস্থা বহন করবে। ফলে অন্য খরচ বাদ দিলেও শুধু ভাড়া বাবদ দুই কোটি ২৫ লাখ টাকা অন্তত দিতে হবে রাজ্য সরকারকে। আসন্ন উত্তরবঙ্গ সফরে মমতা এই বিমান ব্যবহার করতে পারেন। তাছাড়া তিনি এখন বিভিন্ন রাজ্যের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাই তাকে অন্য রাজ্যে ও দিল্লিতে যেতে হতে পারে। অনেক রাজ্যের সঙ্গে কলকাতার বিমান যোগাযোগ ব্যবস্থা ভালো নয়। মুখ্যমন্ত্রী তখন এই বিমান ব্যবহার করতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা এখনো কালীঘাটে টালির চালের ছোট বাড়িতে থাকেন। তিনি হাওয়াই চটি ও সাধারণ শাড়ি পরেন। তিনি অতীতে বহুবার বলেছেন, সংসদ ও মন্ত্রী থাকার সময় এবং পরে মুখ্যমন্ত্রী হয়েও তিনি কখনো বিমানের বিলাসবহুল ক্লাসে যান না। সাধারণত এয়ার ইন্ডিয়ার বিমান চড়েন এবং সাধারণ যাত্রীর মতোই চড়েন। শশী থারুররা যাকে ক্যাটল ক্লাস বলেন, মমতা তাতেই চড়েন। এভাবে তিনি সরকারের বহু কোটি টাকা বাঁচিয়েছেন বলে মমতা অতীতে অনেকবার জানিয়েছেন। এ অবস্থায় মুখ্যমন্ত্রী কেন তার ও অন্য ভিআইপিদের জন্য এত টাকা দিয়ে একটা বিমান ভাড়া করলেন?