নিজস্ব প্রতিবেদক ॥ ইয়াবা কারবারি কাইয়ুম খানকে (৪০) আটক করতে যায় পুলিশ। এসময় পুলিশকে দেখে আলামত নষ্ট করতে ২০ পিস ইয়াবা খেয়ে ফেলেন তিনি। সোমবার বিকেলে পটুয়াখালী শহরের বনানী এলাকায় এই ঘটনা ঘটে। কাইয়ুম খানের বাড়ি দুমকি উপজেলার মুরাদিয়ায়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরর্শেদ জানান, ছয় মাস আগে শহরের নতুন বাজারের একটি আবাসিক হোটেল থেকে একটি গ্রুপের সঙ্গে কাইয়ুম খানকে ৬৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছিল।
সোমবার তাকে আবারও আটক করতে গেলে তিনি ইয়াবা খেয়ে ফেলেন।
এরপর তাকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্সরে করে তার পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। এছাড়া কাইয়ুম খান নিজেও ইয়াবা সেবনের বিষয়টি স্বীকার করেন।
আটক কাইয়ুম খানকে বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আগামীকাল তাকে আদালতে নেওয়া হবে।