বরিশালে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেশ জনপদ ডেস্ক | ১৭:৫৩, আগস্ট ৩১ ২০২১ মিনিট

  নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলার ঘেয়াঘাট নামক এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ সেলিম বালী (৫৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত সেলিম উজিরপুর উপজেলার মধ্য ধামুরা গ্রামের মৃত অহেদ বালীর পুত্র। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কেজি ৩২০ গ্রাম গাঁজাসহ সেলিমকে গ্রেফতার করেন বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। একইদিন রাতে র‌্যাবের ডিএডি আবুল কালাম আজাদ বাদী হয়ে গ্রেফতারকৃত সেলিম এবং তার দুই সহযোগি বাবু মোল্লা ও ফাহিম সরদারের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। সকালে গৌরনদী থানা পুলিশ মাদক ব্যবসায়ী সেলিম বলীকে বরিশাল আদালতে সোপদ্র করা হয়।