যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা; নিহত ৫

কামরুন নাহার | ১১:৫০, ফেব্রুয়ারি ২৭ ২০২০ মিনিট

যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। রাজ্যটির মিলওয়াকির মলসন কুরস ব্রিউইং (বিয়ার) কোম্পানির ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে।স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকধারী নিজের বন্দুকের গুলিতে মারা গেছেন। আক্রমণকারী ব্যক্তির বয়স ৫১ বছর। তিনি মিলওয়াকির বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। তারা জানান, এই ঘটনার পেছনের কারণ এখনো অস্পষ্ট। বিকেলের শুরুতে এই হামলার ঘটনা ঘটেছে। সে সময় সেখানে কয়েকশ' কর্মচারী কর্মরত অবস্থায় ছিলেন। এদিকে মিলওয়াকি মেয়র টম ব্যারেট এ ঘটনায় দু:খ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছিলেন, এটি একটি 'শহরের জন্য মর্মান্তিক দিন'। গত বুধবার ওই বন্দুক হামলার পরপরই একটি সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। তিনি এ ঘটনাকে একটি 'ভয়াবহ কাজ' বলে বর্ণনা করেন। এদিকে, মিলওয়াকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলফোনসো মোরেলস জানিয়েছেন, নিহত পাঁচজনই বিয়ার কোম্পানির কর্মচারী ছিলেন। শহরের পুলিশ, এফবিআই অফিসার এবং দমকলকর্মীরা যেভাবে এই আক্রমণে প্রতিহত করতে ভূমিকা রেখেছেন তার প্রশংসা করেছেন তিনি। সূত্র : বিবিসি