সরকারি খাল দখল করে আওয়ামীলীগ নেতার ঘর নির্মান

দেশ জনপদ ডেস্ক | ১৯:১৯, আগস্ট ২৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ কাশীপুরে সরকারি খাল দখল করে আওয়ামীলীক নেতার ঘর নির্মান বিসিসির ২৯ নং ওয়ার্ড কাশীপুর হাইস্কল কলেজ সংলগ্ন খালের বিতর খমতার প্রভাব খাটিয়ে ঘর নির্মান করছে ২৯ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ইমরান মোল্লা জানা জায় ইমরান মোল্লার খমতার দাপটে অতিস্ট এলাকা বাসি রাজ নিতির ব্যানারের আরালে চলে মাদক সহ সকল রকমের অবৈধ ব্যাবসা স্হানীয় তরুন যুব সমাজ কে দিয়ে তার ইয়াবা ব্যাবসা চালিয়ে জাচ্ছে যদি তার অবৈধ কাজে তরুনরা সহযোগিতা না করে তাহল সেই যুবকে তার ছোট ভাই ইফাত মোল্লাকে দিয়ে না না ভাবে হ্যানস্হা করে মারপিট সহ না না ভাবে হয়রানির সিকার হতে হয় এ ছারাও ইমরান মোল্লার রয়েছে কাশীপুর ট্রাক শ্রমিক ইউনিয় থেকে অবৈধ ব্যাবসা ট্রাক শ্রমিক ইউনিয়ের বিতর চলে রাতের আধারে অনৈতিক কর্মকান্ডের আসর জার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা এবং স্টানে রাখা প্রতি গাড়ি থেকে প্রতি দিন দুই/ তিন শ টাকা করে উত্বল করে ইমরান মোল্লা খমতার প্রভাব খাটিয়ে এলাকায় চলায় চাদাবাজি জমি দখল সহ সকল রকমের অপকর্ম তার অপকর্মের বিরুদ্বে কেহ কথা বল্লে তাকে না না ভাবে হয়রানির সিকার হতে হয় দলের নাম ভাংগিয়ে খমতার চালাচ্ছে ইমরান মোল্লা তার এই অপকর্ম চোখে দেখেও নিরব ভুমিকায় এয়ারপোর্ট থানা প্রসাশন তার জুলুম থেকে রক্ষা পেতে চায় এলাকা বাসি