লালমোহন সরকারি কলেজে এইচএসসি ফরম পূরনে বোর্ড ফি’র চেয়ে তিনগুণ অর্থ আদায়
দেশ জনপদ ডেস্ক|২০:৩৩, আগস্ট ২৫ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ লালমোহন সরকারি শাহবাজপুর মহাবিদ্যালয়ে শিক্ষা বোর্ডের ধার্যকৃত ফির চেয়ে তিনগুন বেশি অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কলেজ অধ্যক্ষের যোগসাজশে কার্যত শিক্ষার্থীদের জিম্মি করে বাড়তি অর্থ আদায়ে দিশেহারা হয়ে পরেছেন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি শাহবাজপুর মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষায় সরকার নির্ধারিত ১০৭০ টাকার নিয়মকে উপেক্ষা করে বাড়তি আরো ২১ শত থেকে ২৩ শত টাকা আদায় করা হয়।
শুরুতেই বিভিন্ন অজুহাতে উল্লেখিত টাকা আদায়ের পর পুনরায় বোর্ড নির্ধারিত ১০৭০ টাকা জমা দিতে বাধ্য করা হয় শিক্ষার্থীদের।
অথচ সরকারি নিয়ম অনুযায়ী কেবলল বোর্ড ফি ১০৭০ টাকার বাহিরে কোন টাকা আদায়ের প্রমানে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষের সাথে যোগাযোগ করলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।