নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালীতে অটোরিকশার ধাক্কায় মেহেরাব হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মেহেরাব হোসেন উপজেলার চিরাপাড়া পাড়সাতুরিয়া ইউনিয়নের ডুমঝুড়ি গ্রামের শাহ জামাল হোসেনের ছেলে। বুধবার সকালে অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হবার পরে দুপুরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
নিহত মেহেরাবের বাবা জামাল হোসেন জানান, বুধবার সকালে কাউখালীর আমড়াঝুড়ি ফেরিঘাট থেকে আসা একটি পিকআপ মেহেরাবকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়। পরে একইদিক থেকে আসা একটি অটোরিক্সার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় মেহেরাবকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিরাপাড়া পাড়সাতুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. হেমায়েত হোসেন জানান, শিশুটি গুরুতর আহত হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পড়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মেহেরাব।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন জানান, এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।