লালমোহনে ভয়াবহ মাদক সিন্ডিকেট
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে গাঁজা-ইয়াবার বড় একটি সিন্ডিকেট রমরমা মাদক ব্যবসা চালাচ্ছে। আর উপজেলাজুড়ে এ ব্যবসা নিয়ন্ত্রণ করছে চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ী। এরা লালমোহন পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্পটে মাদক সরবরাহ করছে। মাদক ব্যবসায়ীরা দফায় দফায় পুলিশের হাতে গ্রেফতার হলেও আদালত থেকে জামিন নিয়ে এসে এলাকার বাহিরে থেকে ফের মাদকের রাজ্য দখল করে নেয়। উপজেলার কালমা ইউনিয়নের চর ছকিনা গ্রামের বাদশা মিয়ার ছেলে জামাল বেপারী, আবিদুর রহমান আকিব ও কচুয়াখালী এলাকার ছালাউদ্দিন, ওয়েস্টার্ণপাড়ার কুজা সুমনসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী পুরো লালমোহনে মাদক নিয়ন্ত্রণ করছে। এছাড়াও অভিযোগ রয়েছে ভদ্রতার আড়ালেও অনেকে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, জামাল বেপারীর বিরুদ্ধে ইয়াবা, অপহরণ, জাল নোটসহ ৮টি মামলা রয়েছে। তার স্ত্রীর নাম সালমা। দুইজনের যোগসাজসে দীর্ঘদিন তারা এসব অপরাধ করে চলছে। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৮৭ পিচ ইয়াবাসহ ডাওরী বাজারের দক্ষিণ পাশ থেকে গ্রেফতার হয় জামাল বেপারী। ২০১৭ সালের ১৮ মে ৫৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার হয় সে। লালমোহন উত্তর বাজার থেকে ২০২০ সালের ১৮ মে ইয়াবাসহ গ্রেফতার হয় আবিদুর রহমান আকিব। কচুয়াখালী গ্রামের ছালাউদ্দিনসহ বেশ কয়েকজন মিলে পুরো লালমোহন জুড়ে গড়ে তুলেছে তাদের ভয়াবহ মাদক সম্রাজ্য।
লালমোহন পৌর শহরের ওয়েস্টার্ণপাড়ার কুজা সুমনও দীর্ঘদিন ধরে ওই এলাকায় তার একাধিক সহযোগিসহ মাদক ব্যবসা চালিয়ে আসছে। এরা পুলিশের হাতে দফায় দফায় গ্রেফতার হলেও আদালত থেকে কয়েকদিনের মাথায় জামিনে ফিরে দাপটের সাথে চালায় মাদক ব্যবসা। এলাকা থেকে আত্মগোপনে থাকলেও সহযোগিদের মাধ্যমে তাদের রমরমা মাদক ব্যবসা চলছেই। তারা মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে মাদক ব্যবসা। পৌর এলাকার মধ্যে লালমোহন ওয়েস্টার্ণপাড়া, নয়ানীগ্রাম, ৩নং ওয়ার্ড, ৯নং ওয়ার্ড মাদকের আখড়া হিসেবে সুপরিচিত।
এসব মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারী দিয়ে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন জানান, মাদক ব্যবসায়ীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। মাদক এলাকার যুব সমাজকে নষ্ট করছে। আমার জানামতে কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এলাকায় না থেকেও বিভিন্নস্থান থেকে মোবাইলের মাধ্যমে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। এসব মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগিদের বিরুদ্ধে পুলিশকে কঠিন ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, আমরা নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। আর লালমোহনে যারা মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদের গ্রেফতার করতে আমরা তৎপর রয়েছি।