তালতলীতে মাদকসহ দুইজন গ্রেপ্তার

দেশ জনপদ ডেস্ক | ১৮:৪৭, আগস্ট ২৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার তালতলীতে ১২ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক সেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (২৫ অগাস্ট) মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় উপজেলার সোনাকাটা ইউনিয়নের মধ্য নিদ্রা এলাকার জামাল আকনের মাছের আড়ৎের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের আব্দুল মোতালেব মাস্টারের ছেলে মোঃ শাহজাদা (৫২) এবং নিদ্রা এলাকার চান মিয়া হাওলাদারের ছেলে মোঃ রাহাত হাওলাদার (১৯)। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মাহবুবুল আলমের নেতৃত্বে মধ্য নিদ্রা এলাকা থেকে জামাল আকনের মাছের আরৎ এর সামনে থেকে তাদের দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। আজ বুধবার সকাল এগারোটায় তাদের আদালতে প্রেরণ করা হয়। এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের কোর্টে পাঠানো হয়েছে।