বিজেসির সদস্য হলেন সাংবাদিক অপূর্ব অপু

দেশ জনপদ ডেস্ক | ০০:৪৮, আগস্ট ২৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ সম্প্রচার সাংবাদিক কেন্দ্র-বিজেসি’র সদস্য পদ পেয়েছেন বরিশালের সাংবাদিক অপূর্ব অপু। বিজেসি বাংলাদেশের টিভি সাংবাদিকদের সবচেয়ে বড় প্লাটফর্ম। প্রায় আড়াই বছর আগে শুরু হয় বিজেসি’র পথচলা। সংঠনটির সাথে বিভিন্ন টেলিভিশনের হেড অব নিউজসহ টেলিভিশনের সাথে জড়িতরা নীতিনির্ধারণীর দায়িত্ব পালন করছেন। সংগঠনটি সম্প্রচার সেক্টরে জড়িত সাংবাদিকদের নিয়ে কাজ করছে। ঢাকার বাইরে এবছরই প্রথম কেবল বিভাগীয় শহরে বেশকিছু নীতিমালা অনুসরণ করে সদস্য নিয়েছে সংগঠনটি। গত এক মাসে আগে সদস্য পদের জন্য বরিশাল থেকে আবেদন করেন অপূর্ব অপু। সংগঠনটির যাচাই-বাছাই শেষে সম্প্রতি চূড়ান্ত তালিকায় তার নাম প্রকাশ করা হয়। গতকাল সদস্য নম্বর সহ বরিশাল থেকে একমাত্র তাকেই সদস্য পদ দেয়া হয়। বর্তমানে তিনি ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে বরিশালে কর্মরত রয়েছেন। সাংবাদিক অপু এর আগে বৈশাখী টিভিতে ঢাকায়ও রিপোর্টিং করেছিলেন। সাংবাদিকতার পাশাপাশি নিজেকে সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত রেখেছেন তিনি।