বরিশালে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিন রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬৯ জন।
এতে বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৭৯৩ ও মৃতের সংখ্যা ৬৩১ জনে পৌঁছেছে। শেবাচিমের আরটিপিসিরআর ল্যাবে করোনা সনাক্তের হার ২৭.১২ ভাগ।
সোমবার সকালে বরিশাল স্বাস্থ্য বিভাগ ও শেবাচিম হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ভোলার এক বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সুস্থ হয়েছেন এক হাজার ২৮ জন।
এর ফলে বিভাগে মোট সুস্থতার সংখ্যা ৩২ হাজার ৬৫৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে বরিশাল জেলায় ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বিপরীতে সুস্থতা লাভের সংখ্যা ৩৬০।
পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত ৩০, সুস্থ ৪৬০ জন, ভোলায় শনাক্ত ৪০, সুস্থ ৯৪ জন। বরগুনায় নতুন শনাক্তের সংখ্যা ১৩ জন, সুস্থতা লাভের সংখ্যা ৭৫, ঝালকাঠিতে ৮ জন নতুন শনাক্তের বিপরীতে সুস্থ হয়েছেন ৩৯ জন রোগী।
তবে পিরোজপুরে নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত হলেও কোন রোগী সুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।
বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগী ছিলো ১৪৬ জন।
এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১২ জন। এর মধ্যে সাত রোগীর দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।
সুস্থ হয়েছেন ১৩ করোনা রোগী। হাসপাতালে বর্তমানে ১৩২ রোগী করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। যার মধ্যে ৪৫ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় শেবাচিমের আরটিপিসিরআর ল্যাবে সনাক্তের হার ২৭.১২ ভাগ বলে জানানো হয়েছে।