বরিশালে নেরোল্যাক পেইন্টে’র ডিপো উদ্বোধন

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩০, আগস্ট ২৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশালে কানসাই নেরোল্যাক পেইন্টস বাংলাদেশ লিমিটেডের নেরোল্যাক। পেইন্টস ডিপোর উদ্বোধন হয়েছে। আজ সোমবার (২৩ আগস্ট) নগরীর রুপাতলি এলাকায় ফিতা কেটে ডিপোর উদ্বোধন করেন কোম্পানির জেনারেল ম্যানেজার মো: আরসালান। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেড অফ এডমিন শারমিন সুলতানা, ম্যানেজার সেলস সৈয়দ নুরে আলম, আ্যাসিন্ট্যাট ম্যানেজার শহিদুল ইসলাম, হেড অফ প্লানিং এন্ড ডিস্টিবিউশন কাজি মো: দাউদ, এরিয়া ম্যানেজার চিরঞ্জীব কুমার সাহাসহ বরিশালের এমপ্লয়িরা ও কোম্পানির কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বাংলাদেশে নেরোল্যাক পেইন্টস এর নবম শাখা এটি। উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, এর আগে খুলনা থেকে এই অঞ্চল পরিচালিত হতো। আজ বরিশালে এই শাখা উদ্বোধনের ফলে বরিশালবাসীর দোর গোড়ায় আমাদের কোম্পানির সেবা পৌঁছে দিতে পারবো। সকাল এগারোটায় শুরু হওয়া অনুষ্ঠানটি দুপুরের মধ্যাহ্নভোজনের মাধ্যমে সমাপ্তি হয়।