বরিশালে লক্ষাধিক টাকার ইয়াবাসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যে ৪শত পিচ ইয়াবা সহ এক যুবক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আজ রোবার (২২ই) আগস্ট গৌরনদী মডেল থানার এসআই(নিঃ)/মোঃ অহিদ মিয়া, এসআই(নিঃ) এসএম আসাদুল ইসলাম এএসআই(নিঃ) মোঃ নুরু আলম, এএসআই/পিনাকী সিকদার সঙ্গীয় ফোর্স সহ রাত্র অনুমান সাড়ে ৫টার দিকে গৌরনদী বন্দরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, গৌরনদী থানাধীন পশ্চিম পিংলাকাঠী হাজীপাড়া সাকিনস্থ ধৃত আসামী তরিকুল ইসলাম এর বসত বাড়ির পাকা রাস্তার উপর এক ব্যাক্তি অবৈধ মাদক দ্রব্য নিয়া অবস্থান করিতেছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সংগীয় অফিসার ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামী তরিকুল ইসলাম তপু সিকদার এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহীত প্যান্টের বাম পকেট হইতে নীল রংয়ের পলিপ্যাকের মধ্যে রক্ষিত অবস্থায় ৪ (চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট যাহার ওজন ৪০ গ্রাম মূল্য অনুমান ১ লক্ষ ২০ হাজার টাকা হইবে। উল্লেখিত ঘটনায় গৌরনদী থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। যার নং-১৯।