ডেঙ্গুতে আগস্টের ২১ দিনে ২৩ মৃত্যু, শনাক্ত ৫০৯২

কামরুন নাহার | ২০:২৭, আগস্ট ২১ ২০২১ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতর। ৩৫ জনের মধ্যে জুলাই মাসে মারা গেছেন ১২ জন আর আগস্টের ২১ দিনে মারা গেছেন ২৩ জন। শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়। কন্ট্রোল রুম জানায়, চলতি আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৯২ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৮ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ২৫৭ জন আর অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন ২১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ২০৬ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের সরকারি ও বেসরকারি ৪১ হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১১৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ৮৭ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ আগস্ট পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছেন সাত হাজার ৭৫০ জন। তাদের মধ্যে ছয় হাজার ৫০৯ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।