ভাটিখানার মাইনুলের বিরুদ্ধে থানায় অভিযোগ

দেশ জনপদ ডেস্ক | ০০:৪৫, আগস্ট ২১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক। মারধরসহ হত্যার হুমকি দেয়ায় ভাটিখানার মাইনুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন একই এলাকার মৃত আনোয়ার হোসেন খানের ছেলে শাহিন খান। গতকাল শুক্রবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শাহিন খান, যাহার নং ৭৭০। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন মাইনুল ভু্ক্তভোগীদের মারধর ভয়ভীতিসহ হত্যার হুমকি দিয়ে আসছেন। গত বুধবার শাহিন খানের বড় ভাই শামিম খানকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগালি ও মারধরের হুমকিধামকি দেয়। এরপরে গত বৃহস্পতিবার বিকেলবেলা শাহিন খান ও শামিম খানের ছেলে রাশিক খানকে প্রকাশ্যে মারধর ও হত্যার হুমকি দেয় মাইনুল। মাইনুল ভাটিখানা জোড় মসজিদ এলাকার মিঞা বাড়ির হাই মিঞার ছেলে ও সাবেক বরিশাল মহানগর ছাত্র শিবিরের যুগ্ন সাধারণ সম্পাদক আবু সুফিয়ান হালিমের ছোট ভাই। মাইনুল নিজেও বিএনপি জামাতের রাজনীতির সাথে জড়িত। ভুক্তভোগী শামিম খানের ভাই শাহিন খান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইনুল দীর্ঘদিন যাবত আমাদের পরিবারের সকলকে হুমকিধামকি দিয়ে আসছে। এরআগেও মারধরের ঘটনায় কাউনিয়া থানায় মাইনুলের বিরুদ্ধে কাউনিয়া থানায় একাধিকবার অভিযোগ দেওয়া হলেও মাইনুলের ভাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হওয়ায় তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে জানান ভু্ক্তভোগীরা। এবিষয়ে কাউনিয়া থানার ওসি তদন্ত মো: ছগির হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ আইনআনুগ ব্যবস্থা নেয়া হবে।